ধামরাই সহকারী ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি
সরকারি কর্মকর্তা নন, তবু ‘জিয়া’র একচ্ছত্র প্রভাব!
স্টাফ রিপোর্টার জীবন সরকার :
ঢাকার ধামরাই উপজেলার সহকারী ভূমি অফিসগুলোতে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বিশেষ করে আলোচনায় রয়েছেন এক ব্যক্তি— ‘জিয়া’ নামের একজন। অভিযোগ রয়েছে, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন, তবুও ধামরাইয়ের ১৬টি ইউনিয়নের ভূমি অফিসে একাই রাজত্ব করে যাচ্ছেন।
ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ, নামজারি, খারিজ, দাখিলা বা জমি সংক্রান্ত যেকোনো সেবা নিতে গেলেই ‘জিয়া’র প্রভাবের মুখে পড়তে হয়। তার নির্দেশ ছাড়া কোনো ফাইল অগ্রসর হয় না। সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি, হয়রানি ও দালালচক্র সক্রিয় রাখাসহ নানা অনিয়মে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি কোনো পদে না থেকেও জিয়া কীভাবে দীর্ঘদিন ধরে ভূমি অফিস নিয়ন্ত্রণ করছে, সেটি প্রশাসনের খতিয়ে দেখা উচিত। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অভিযোগ বিষয়ে ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।