মাদক সম্রাট আল আমিনের অত্যাচারে অতিষ্ঠ সাটুরিয়ার ধানকুড়া ইউনিয়ন ও গোলরা এলাকাবাসী।
তথ্য ও ভিডিও চিত্রে, মাসুদ রানা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর সাবেক ধান কুড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদক ব্যবসায়ী মাদক সম্রাট আলামিন।পিতা :মৃত হানিফ গ্রাম :মধ্যগুলড়া থানা :সাটুরিয়া বিগত স্বৈরাচারী শাসন আমলে ১৭ বছর মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন আলামিন। ধান কুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর আত্মীয় ও একান্ত সহযোগী। চেয়ারম্যান এর ক্ষমতার দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব গড়ে তুলেন আলামিন। স্বৈরাচার শাসনামল ক্ষমতাহীন হওয়ার পরেও এখনো মাদক বিক্রি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।শুধু তাই নয় আলামিনের রয়েছে একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী তার কথামতো মাদক বিক্রি না করলে এবং কথামতো না চললে তাদের ওপর চালায় অমানসিক নির্যাতন। সম্প্রতি আলামিন তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে তার নিজ টর্চার সেলে শুকুর, মিলন এর উপর চালায় অমানবিক নির্যাতন শুকুর এবং মিলনকে হাত-পা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। নিরীহ অসহায় মানুষের ওপর নির্যাতন করেও ও দিব্যি মাদক বিক্রি করে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সন্ত্রাসী মাদকসম্রাট আলামিন। এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে এলাকাবাসী আমাদেরকে জানান কি করে আওয়ামী লীগের ধূসর মাদক সম্রাট এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করছেন আর এর পিছনে মূল হোতা কে জানতে চায় ধান কুড়া ইউনিয়নবাসী ও গুলরা এলাকার সর্বস্তরের জনগণ। গোলরা গ্রামবাসীর দাবি অতি দ্রুত আল-আমিনকে গ্রেফতার করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আলামিন গ্রেপ্তার হলে এলাকায় ফিরে আসবে শান্তি কমে যাবে মাদকের ছড়াছড়ি। এলাকার তরুণ যুবকরা না হলে নেশাগ্রস্ত হয়ে পড়বেন এমনটি অভিযোগ করেছেন ধানকুরা ইউনিয়নবাসী সহ গুলরা গ্রামবাসী।
গোলরা গ্রামবাসীর একটাই দাবি আলামিন কে দ্রুত গ্রেফতার না করলে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাবে ও তরুণ যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়বেন। অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবী জানাচ্ছেন ধানকোড়া ইউনিয়নবাসী সহ সর্বস্তরের জনগণ।