সাভারে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
ঘুঘুদিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো চারা বিতরণ ও রোপণ কার্যক্রম
সাভার (আশুলিয়া প্রতিনিধি, মাসুদ রানা):
সাভার উপজেলায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি সংখ্যা নয়—এটি একটি পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রতিশ্রুতি।” তিনি আরও জানান, সাভারের প্রতিটি ইউনিয়নে সমহারে এসব চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। তিনি বলেন, “এই উদ্যোগ শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার। তাই প্রত্যেককে অন্তত একটি করে চারা রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এছাড়াও উপস্থিত ছিলেন ঘুঘুদিয়া হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম আকাশ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিন কয়েক হাজার স্থানীয় বাসিন্দার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়।
এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এ উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।