প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
রথমেলায় খোলামেলা খাবার দোকান
ধামরাই রথ মেলায় অবাধে বিক্রি চলছে মিষ্টি জাতীয় খাবার। অথচ দুঃখ হয় পৌরসভার প্রাণকেন্দ্র উপজেলা সংলগ্ন ও ভূমি অফিসের পাশে রথযাত্রা শুরু হয়েছে। দেখার জন্য কেউ নেই অপরিষ্কার ভাবে তৈরি হচ্ছে এই খাবারগুলো।
তথ্য-ভিডিও চিত্রে, সংবাদ দৃষ্টির নিজস্ব প্রতিবেদক।
মাসুদ রানা।
- শুধু তাই নয় পৌর মেলা জুড়ে এই অপরিষ্কার ও খোলামেলাভাবে ডাকনা বিহীন খাদ্য জাতীয় খাবার অবাধে বিক্রি চলছে। যারা খাবারগুলো তৈরি করছেন আমি শরীর ভিজে গেছে কিন্তু পোশাক নেই মাথায় ক্যাপ নেই হ্যান্ড গ্লাস নেই তারপরেও মানুষের উপচে পড়া ভিড়। এবং দেখার জন্য ও দেখ বালের জন্য কমিটি সাজানো হয়েছে কিন্তু কমিটি এই বিষয়গুলো নজরে আনছেন না। তবে অতীব জরুরী খাবারগুলো মানসম্পন্ন ভাবে তৈরি করা হোক দৃষ্টি আকর্ষণ রইল মেলার কর্মকর্তাদের প্রতি মানুষের খাবারটা ভালোভাবে পরিষ্কারভাবে তৈরি করার জন্য।সুন্দর সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে মেলাটি পরিচালনা করার জন্য সবার দৃষ্টি কামনা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিলেন্ট কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল এগুলো আপনারা নজরে আনবেন। তা না হলে এই অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে তৈরি করা খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং বিভিন্ন রোগবালাই তাদের মধ্যে বাসা বাঁধবে। স্বাস্থ্য সচেতনভাবে এই মেলাটি পরিচালনা করা হো[gallery type="rectangular" ids="1605"]
ক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত